0%

মর্মান্তিক, বীভৎস! চলন্ত ট্রেনের উপরে ছিঁড়ে পড়ল ক্রেন, কামরা ভেঙে মৃত্যু অন্তত ২২ জনের

দুর্ঘটনার পর লাইনচ্যুত ট্রেন।Image Credit: X

ব্যাঙ্কক: ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেনের উপরে ছিঁড়ে পড়ল ক্রেন। তার জেরেই লাইনচ্যুত ট্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। আহত আরও ৩০ জন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। চলছে দুর্ঘটনার তদন্তও।

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। আজ, ১৪ জানুয়ারি সকালে রাজধানী ব্যাঙ্কক থেকে উত্তর-পূর্বে উবন রাতচাথানিতে যাচ্ছিল, সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নাখন রাতচাসিমা প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কমপক্ষে ৩০ জন।

ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার দূরে, বুধবার সকালে শিখিও জেলার নাখন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাই স্পিড রেল প্রজেক্টের কাজ চলছিল। ক্রেনে করে রেললাইনের নির্মাণসামগ্রী সরানো হচ্ছিল, সেই সময়ে দুর্ঘটনা ঘটে। পাশ থেকে এই ট্রেনটি যখন যাচ্ছিল, তখনই ক্রেন ছিঁড়ে পড়ে এবং ট্রেনের কামরার উপরে পড়ে। একের পর এক কামরা লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি কামরায় আগুনও ধরে যায়। যদিও দ্রুত সেই ঈআগুন নেভানো হয়। এখন উদ্ধারকাজ চলছে। কামরার ভিতরে এখনও বহু যাত্রী আটকে রয়েছেন বলেই খবর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker