0%

‘আমার যদি মনে হয়, দূরমশায়… আপনাকে বাজে দেখতে…’, সবটাই পারসেপশন, বলছেন কল্যাণ

মুখ্যমন্ত্রীর ইডি-র বিরুদ্ধে করা এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনও ইডি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই নির্দেশকে রাজ্যের ধাক্কা বা হার বলতে রাজি নন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ভাল দেখতে বা খারাপ দেখতে বলাটা যেমন একটা পারসেপশন, তেমনই এটাও একটা পারসেপশন।

কল্যাণ বলেছেন, মামলায় মূলত ২টি প্রশ্ন রয়েছে-

১. কেন্দ্রীয় সংস্থা যখন কাজ করছে তখনই বিভিন্ন রাজ্য হস্তক্ষেপ করছে কেন?

২. যখনই নির্বাচন আসছে, তখনই যেখানে যেখানে বিরোধী আছে, সেখানে স্টেপ নেওয়া হচ্ছে কেন?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker