কনভয়ে হামলা, তারপরই শুভেন্দু অধিকারীর কাছে ফোন এল দিল্লি থেকে – Bengali News | Union Home Minister Amit Shah Called Up Suvendu Adhikari after Attack on his Convoy

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলা হয়। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, হামলাকারীদের সঙ্গে পেট্রোল, ডিজেল ছিল। গাড়ি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই অভিযোগ নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই আবহে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে ১৫ মিনিট কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার ঘটনা নিয়ে শুভেন্দুর কাছ থেকে বিস্তারিত তথ্য নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ৫টি ভিডিয়ো পাঠিয়েছে বিধানসভার বিরোধী দলনেতার অফিস।



