0%

সলমনের গলায় রুদ্রাক্ষের মালা! বিষ্ণোই বিপদ কাটাতে এবার ধার্মিক ভাইজান?

পেশি বহুল চেহারা। পরনে সাধারণ টি-শার্ট, কিন্তু সবার নজর আটকে গেল তাঁর গলার দিকে। রুপোর চেনে বাঁধানো একটি রুদ্রাক্ষের মালা পরে জনসমক্ষে এলেন বলিউডের ভাইজান সলমন খান। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর লাগাতার প্রাণনাশের হুমকির মাঝেই সলমনের এই ‘ধর্মীয়’ অবতার দেখে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। প্রশ্ন উঠছে, তবে কি ঘোর বিপদ কাটাতে এবার ঈশ্বরভক্তি ও আধ্যাত্মিকতার পথই বেছে নিলেন অভিনেতা?

দীর্ঘদিন ধরে সলমন খানের হাতে ফিরোজা পাথরের ব্রেসলেট দেখা যেত, যা তাঁর সিগনেচার স্টাইল এবং রক্ষাকবচ হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি তাঁকে একাধিকবার রুদ্রাক্ষের মালা পরা অবস্থায় দেখা গেছে। জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রুদ্রাক্ষ অশুভ শক্তি এবং ভয় থেকে মুক্তি দেয়। নেটিজেনদের একাংশের মতে, বিষ্ণোই গ্যাংয়ের হুমকির ফলে যে মানসিক চাপ তৈরি হয়েছে, তা কাটাতেই হয়তো রুদ্রাক্ষ ধারণ করেছেন তিনি।

কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে সলমনের ওপর ক্ষুব্ধ বিষ্ণোই সম্প্রদায়। সেই ঘটনার বদলা নিতে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বারবার সলমনকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে। কিছুদিন আগেই সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির খুনের ঘটনায় এই আতঙ্ক আরও বেড়েছে। বর্তমানে ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন অভিনেতা। তবুও ভক্তদের মতে, কড়া নিরাপত্তার পাশাপাশি মানসিক শান্তির খোঁজে আধ্যাত্মিকতার শরণাপন্ন হয়েছেন তাঁদের প্রিয় তারকা।

সোশ্যাল মিডিয়ায় সলমনের এই নতুন লুক ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক অনুরাগী লিখেছেন, “রুদ্রাক্ষ মহাদেবের আশীর্বাদ, আশা করি এবার সব বিপদ কেটে যাবে।” অন্য এক নেটিজেনের মতে, “জীবন যখন অনিশ্চয়তার মুখে দাঁড়ায়, তখন মানুষ ঈশ্বরের কাছেই আশ্রয় খোঁজে।”

যদিও এই বিষয়ে সলমন নিজে বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে আপাতত গলার ওই রুদ্রাক্ষের মালাই হয়ে উঠেছে মুম্বইয়ের টক অফ দ্য টাউন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker