0%

Chakulia: পুড়ে ছাই বিডিও অফিস, আক্রান্ত আইসি, SIR শুনানি ঘিরে চাকুলিয়ায় নজিরবিহীন বিক্ষোভের ছবি – Bengali News | High Alert in Chakulia, north dinajpur, huge protest at BDO office

চাকুলিয়া: এসআইআরের শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুড়িয়ে দেওয়া হল বিডিও অফিস। আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলছে আগুন। বাঁশ নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ। ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকায়। ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে চাকুলিয়ায়। গোটা রাজ্য জুড়েই এসআইআর-এর শুনানি চলছে। তবে এমন রণক্ষেত্রের চেহারা আর কোথাও দেখা যায়নি। আশপাশের এলাকার পুলিশকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিডিও অফিস যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য তা খুবই উদ্বেগজনক। আসবাব থেকে শুরু করে নথি, সবই পুড়িয়ে দেওয়া হয়েছে। এসআইআর-এর অনেক নথিও পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছু়ড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। গতকাল বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল, তবে এদিন চাকুলিয়ায় যা দেখা গেল, তা নজিরবিহীন। রাজ্য প্রশাসনের উপর এভাবে চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “এসআইআরের আতঙ্কে যদি সবাই ভয় পেয়ে যায়, যদি সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়, তাহলে সব ভোটাররা রেগে যাবে, তখনই এই পরিস্থিতি তৈরি হবে।” এই পুরো পরিস্থিতির জন্য বিজেপি দায়ী বলে মন্তব্য করেছেন তিনি।

এদিন পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্তাক্ত অবস্থা হয় আইসি-র। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের একাধিকবার ডাকা হচ্ছিল এসআইআর শুনানিতে, সেই কারণেই তাঁদের এই বিক্ষোভ। শুধু চাকুলিয়া নয়, বারাসত থেকে বাঁকুড়া- অনেক জায়গাতেই এসআইআর নিয়ে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker