0%

Saraighat Express: ট্রেনের নিচ থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া, বর্ধমান-হাওড়া কর্ড লাইনে জৌগ্রামে দাঁড়িয়ে গেল সরাইঘাট এক্সপ্রেস – Bengali News | Smoke was billowing from beneath the train; Saraighat Express came to a halt at Jaugram on the Burdwan Howrah chord line

ব্যাপক চাঞ্চল্য যাত্রীদের মধ্যে Image Credit: TV 9 Bangla

জৌগ্রাম: ফের রেলে বিভ্রাট। বর্ধমান-হাওড়া কর্ড শাখার জৌগ্রাম স্টেশনে থামিয়ে দেওয়া হল ১২৩৪৫ আপ হাওড়া-গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস। চলন্ত ট্রেনের চাকা থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে। 

রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট নাগাদ ১২৩৪৫ আপ সরাইঘাট এক্সপ্রেস জৌগ্রাম স্টেশন অতিক্রম করার সময়ই আচমকা এ ঘটনা ঘটে। ট্রেনের পিছনের দিকের একটি কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। যদিও ততক্ষণে খবর চলে গিয়েছে যাত্রীদের কাছে। তাতেই আতঙ্কের আবহ তৈরি হয়। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ট্রেনের ওই কামরার চাকার সঙ্গে ব্রেক আটকে যাওয়ার কারণে ঘর্ষণ তৈরি হয়। সে কারণেই ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে যান রেলের আধিকারিক ও প্রযুক্তিবিদরা। চোখের সামনেই গোটা ঘটনা দেখেছিলেন স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন হাওলাদার। তিনি বলছেন “হঠাৎ দেখি ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। যাত্রীরাও দেখা মাত্রই খুবই ভয় পেয়ে যান। এরপর রেলকর্মীরা এসে স্প্রে করে ধোঁয়া বন্ধ করেন।”

প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন রেলের প্রযুক্তিবিদরা। যান্ত্রিক ত্রুটি মেরামতির পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটিকে পুনরায় গুয়াহাটির উদ্দেশে ছাড়া হয়। তবে এই ট্রেনে গোলযোগের ছাপ এই লাইনের সামগ্রিক রেল পরিষেবায় কোনও ছাপ ফেলেনি, কোনও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি বলেই রেল সূত্রে খবর। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker