মুম্বাইয়ে ইডির অভিযান: মুম্বাইতে ইডির অভিযান, ধীরুভাই আম্বানি নলেজ সিটির 132 একর জমি বাজেয়াপ্ত করেছে

কলকাতা: মুম্বইয়ে ইডির অভিযান। জানা গেছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ টাস্ক ফোর্স নভি মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি নলেজ সিটির 132 একর জমি বাজেয়াপ্ত করেছে। আর এই ১৩২ একর জমির বাজার মূল্য প্রায় ৪ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আজকের ইডি আর্থিক জালিয়াতি প্রতিরোধ আইন (2002) অনুযায়ী এই ব্যবস্থা নিয়েছে। ইডি জানিয়েছে যে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির মামলার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর আগে, ED রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (RCOM), রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে 3,083 কোটি টাকার 42 টি সম্পত্তি অ্যাটাচ করেছিল। এটি জানা যায় যে এখন পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 7 হাজার 500 কোটির বেশি।
এই প্রসঙ্গে গোটা বিষয়টি নিয়ে পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল-কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দলকে প্রায়ই বলতে শোনা যায় যে কেন্দ্রের বিজেপি সরকার সিবিআই-ইডির মতো গোয়েন্দা সংস্থা চালায়। তারা এসব গোয়েন্দা সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের মিথ্যা মামলায় বন্দি করে। বিশেষ করে নির্বাচনের আগে এসব সংস্থার তৎপরতা বেড়ে যায়। এরপর দিলীপ ঘোষ তাঁর পোস্টে বলেন, বিরোধীরা সবসময় অভিযোগ করে যে বিজেপি আদানি-আম্বানিদের বিশেষ সুবিধা দিয়েছে। ইডি প্রমাণ করেছে যে এটি মিথ্যা। তার দাবি অন্যায় হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কোনো বিকল্প নেই।



