0%

SIR বিতর্ক: টিএমসি নেতার বাড়িতে গণনা দেওয়া হয়েছে? তাকে জানানোর সাথে সাথে বিএলও বলেন, ‘আমি ফরম তৈরি করছিলাম’ – বাংলা নিউজ | মালদায় একজন বিএলওকে তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিতরণ করার অভিযোগ আনা হয়েছে

তৃণমূল নেতার বাড়িতে কী করছেন বিএলও?ইমেজ ক্রেডিট: Tv9 Bangla

মালদহ: বাংলায় এসআইআর শুরু হয়েছে। আজ তৃতীয় দিন। এরই মধ্যে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। বিজেপির দাবি, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও। ভিডিওটি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় মালদায়। তবে টিভি 9 বাংলা এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। সেখানে ডিউটিতে থাকা বিএলও অলোক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভোটারদের বাড়িতে না গিয়ে তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফরম দিচ্ছেন বলে অভিযোগ। এরপর এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বিজেপি ইতিমধ্যেই BLO-র বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলবে। তবে বিএলওর দাবি, ফরম তৈরি করা হচ্ছিল। ডেলিভারির প্রশ্নই আসে না। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক তোলপাড়। বিজেপি নেতা প্রশান্ত পাল বলেন, “বিএলও সাহেব চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম বিলি করছেন। কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে বিএলও বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। আর বিএলও নেবে। আমরা নির্বাচন কমিশনকে জানাব।” যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, অলোক চক্রবর্তী বলেন, “আমি ফর্মগুলি সংগ্রহ করছিলাম। প্রথম দিন, আমার সেগুলি সংগ্রহ করতে একটু সমস্যা হয়েছিল।” মালদহ উত্তর বিজেপির সংগঠক অভিষেক সিংহানিয়া বলেন, “বিএলও তার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন। আমরা এই বিএলও গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ করব।” মালদহ জেলা পরিষদের সহকারী সভাপতি বলেন, “হয়তো বিজেপি জানে না যে BLA 2 BLO কে সাহায্য করবে। এটা তাদের পাশে দাঁড়াবে এবং যেকোনো অসুবিধায় তাদের সাহায্য করবে, যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়,” বলেছেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাপতি৷

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker