TMC নেতার হুমকি: ‘তৃণমূল কর্মীরা এখনও লাঠি ধরতে ভোলেনি’, খুল্লামখুল্লার হুমকি তৃণমূল নেতা – বাংলা খবর | বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা

বাঁকুড়া: টোটো করে SIR-এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল তৃণমূল। বিজেপিকে আক্রমণ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। এরপর বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ বাড়ির সামনে সভা করে নজিরবিহীন ভাবে বিধায়ককে হুমকি দেন। কথা বলতে দাঁড়িয়ে শেখ হামিদ বিধায়ককে বললেন, “ভয় পেয়ো না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভোলেনি।” তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন। তবে তৃণমূল ব্লক সভাপতির হুমকি পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ, “ইট ছুড়লে পাট খেতে হবে।”
রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার সিন্ধুতেও এসআইআর ফর্ম বিতরণ শুরু হয়েছে। আর এই পরিবেশেই SIR-কে কেন্দ্র করে বিজেপি-বিরোধী প্রচার শুরু করেছে তৃণমূল। নির্বাচন কমিশন দিয়ে এসআইআরের নামে জনগণকে হয়রানি করছে বিজেপি। এই দাবি তুলে পুরো ব্লক এলাকায় প্রচার শুরু করেছে তৃণমূল। গতকাল অর্থাৎ ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে তৃণমূলের এই প্রচার যখন ভেস্তে যায়, তখন স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধারা টোটোতে থাকা তৃণমূল কর্মীদের হুমকি দেন। সেই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে বিধায়কের গ্রামের কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল ব্লক নেতৃত্ব।
সেই বৈঠক থেকেই বিধায়ককে হুমকি দেন তৃণমূল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ। 2011 সালের আগে CPM-এর এলাকা থেকে হার্মাদদের বিতাড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা হার্মাদদের রাস্তায় ছেড়ে দিয়েছি। আমাদের হুমকিতে ভয় পাবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভোলেননি। শুধু লাঠি ধরা নিষিদ্ধ। আপনি যদি লাঠি ধরেন, আপনার গাড়ি আপনার নজরে আসবে না।
তৃণমূলের ব্লক সভাপতির এই হুঁশিয়ারির জবাবে স্থানীয় বিজেপি বিধায়ক তাঁকে এককভাবে নিয়ে যান। তিনি দাবি করেন, তৃণমূল এসআইআর সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছে। তিনি এই মিথ্যা ছড়াতে নিষেধ করেছেন। এর পর তৃণমূল ইট ছুড়লে পাটকাঠি খাবে জেনে রাখুন। নির্মল বলল, আমি কোনো বাধা দেইনি। আমি তাদের বলেছি আপনারা এসেছেন, চা-মুড়ি খান, মিথ্যা ছড়াবেন না।



